কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। দুজন উত্তর দিনাজপুরের, ১ জন দার্জিলিং জেলার ও ১ জন দক্ষিণ দিনাজপুরের।গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা মালদহে ১১৭, জলপাইগুড়িতে ১১৮, কোচবিহারে ৭৬, দার্জিলিং জেলায় ৫৫, দক্ষিণ দিনাজপুরে ৫৪, উত্তর দিনাজপুরে ৪৫ ও আলিপুরদুয়ারে ৪৪ জন।