এক নজরে

উত্তরবঙ্গেও ফের বাড়ছে সংক্রমণ

By admin

October 15, 2020

কলকাতা ব্যুরো: সামগ্রিক ভাবে রাজ্যের করোনা গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। উত্তরবঙ্গ আর ব্যতিক্রম হবে কী করে? নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রবণতা স্পষ্ট উত্তরবঙ্গের অধিকাংশ জেলায়।বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মায়ের। ৯০ বছর বয়সে করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর চিকিৎসা চলছিল কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। এর আগে কার্যত রবীন্দ্রনাথের পুরো পরিবার আক্রান্ত হয়েছিলেন। রবীন্দ্রনাথের চিকিৎসা চলে শিলিগুড়ির একটি বেসরকারি কোভিড হাসপাতালে। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বুধবারই তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে সংক্রমণ ৫০০-র ওপর উঠে গিয়েছে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে সংক্রমণ শতাধিক। মালদহে আক্রান্তের সংখ্যা ১৩১, দক্ষিণ দিনাজপুরে ১০৫। এছাড়া জলপাইগুড়িতে ৯০,কোচবিহারে ৮৮, আলিপুরদুয়ারে ৬২, দার্জিলিং জেলায় ৬০ ও উত্তর দিনাজপুরে ৪৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে জলপাইগুড়ির ১, দক্ষিণ দিনাজপুরের ১ ও কোচবিহারের ১ জনের।