কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গে একদিনে মৃত্যু উদ্বেগ কমাতে পারছে না। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫। দার্জিলিং জেলাতেই ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুরে ১, কালিম্পংয়ে ১ ও জলপাইগুড়িতে ১ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণের জেলাওয়াড়ি পরিসংখ্যান হল মালদহে ১২৯, কোচবিহারে ৯৯, দক্ষিণ দিনাজপুরে ৬০, জলপাইগুড়িতে ৬০, দার্জিলিংয়ে ৫৫, আলিপুরদুয়ারে ৪৫ ও উত্তর দিনাজপুরে ৩৯ জন।