এক নজরে

মৃত্যু কমলেও সংক্রমণে রাশ পড়েনি উত্তরে

By admin

September 25, 2020

কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গে মৃত্যু কমেছে। অধিকাংশ জেলায় সংক্রমণের গতি কমেছে। কোচবিহার অবশ্য ব্যতিক্রম। এই জেলায় গত ২৪ ঘণ্টাতেও আক্রান্তের সংখ্যা ১০০-র বেশি।নির্দিষ্ট করে সংখ্যাটা হল ১০২। আলিপুরদুয়ার আবার বাড়ছে। দৈনিক সংক্রমণ ১০০ ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫। জলপাইগুড়িতে সংক্রমণ কমে হয়েছে ৬৬। দার্জিলিং ও মালদহে অনেক কমেছে। দার্জিলিং জেলায় একদিনে আক্রান্ত ৩২, মালদহে ২২।এছাড়া উত্তর দিনাজপুরে ৬৭ ও দক্ষিণ দিনাজপুরে ৭০। মৃতের সংখ্যা আজ উত্তরবঙ্গে ৩। ২ জন দার্জিলিং ও ১ জন জলপাইগুড়ি জেলার।