কলকাতা ব্যুরো: কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতেই এখন সবচেয়ে বেশি সংক্রমণ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির মধ্যে। কোচবিহারে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯৫, আলিপুরদুয়ারে ৯৬। এরপর রয়েছে দার্জিলিং জেলা।
একদিনে সংক্রমণ ৭৯ জনের। জলপাইগুড়িতে আক্রান্ত ৬৯, মালদহে ৪৭, দক্ষিণ দিনাজপুরে ৪৫ ও উত্তর দিনাজপুরে ৪২ জন। মৃত্যুতে অবশ্য রাশ পড়েছে।
গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে মৃত্যুর সংখ্যা ৩। একজন দার্জিলিং জেলার, একজন আলিপুরদুয়ার জেলার ও অন্যজন উত্তর দিনাজপুর জেলার।
Previous Articleদেশে আক্রান্তের তুলনায় মুক্ত বেশি, উল্টো ছবি রাজ্যের
Next Article আজকের সোনা – রুপোর দর
Related Posts
Add A Comment