কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি কিছুতেই স্থিতিশীল বলা যাবে না। সাব হিমালয়ান বাংলার সব জেলাই প্রায় দৈনিক করোনা সংক্রমণ প্রায় ১০০ ছুঁয়ে আছে।গত ২৪ ঘণ্টায় কোচবিহারে আক্রান্তের সংখ্যা ৯০, আলিপুরদুয়ারে ৮৮, জলপাইগুড়িতে ৮৩ ও দার্জিলিং জেলায় ৮৯ জন। বরং উত্তরবঙ্গের মালদহ ও লাগোয়া অন্য দুই জেলায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। মালদহে একদিনে আক্রান্ত হয়েছেন ২৬, উত্তর দিনাজপুরে ৪৫ ও দক্ষিণ দিনাজপুরে ৩৮।উত্তরবঙ্গে মৃত্যুও বেড়েছে গত ২৪ ঘণ্টায়। মোট মৃত্যু ৮। শুধু জলপাইগুড়িতেই ৪ জন, দার্জিলিং জেলায় ১, কালিম্পংয়ে, উত্তর দিনাজপুরে ১ ও আলিপুরদুয়ারে ১ জন।