কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গের করোনা পরিস্থিতির তেমন বদল নেই। শুধু মালদহে হঠাৎ সংক্রমণ খুব বেড়ে গেল। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১২২।
জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহারে সংক্রমণের গ্রাফ ওপরের দিকেই। কোচবিহারে গত ২৪ ঘণ্টায় ৮৫, জলপাইগুড়িতে ৮২ ও দার্জিলিং জেলায় ৮১। আলিপুরদুয়ারে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ২৪ ঘণ্টায় ২৯ জন পজিটিভ।
উত্তর ও দক্ষিণ দিনাজপুর একই জায়গায়, উত্তর দিনাজপুরে ৪৪ ও দক্ষিণ দিনাজপুরে ৫২। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে ২ জনের মৃত্যু। একজন আলিপুরদুয়ারের, অন্য জন জলপাইগুড়ির।