কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গেও করোনা গ্রাফ ভারসাম্যের খেলা খেলছে। কোথাও বেশি, কোথাও কম। কোন জেলায় ধারাবাহিক ভাবে আক্রান্তের সংখ্যা কমছে না আবার কোন জেলায় একটানা বাড়ছে না। বাড়া, কমার মধ্যে আছে সব জেলা।সরকারি বয়ান না থাকলেও খবর পাওয়া যাচ্ছে, মাঝে মধ্যেই উত্তরবঙ্গের করোনা পরীক্ষা কেন্দ্রগুলিতে কিট কমে যাচ্ছে বা থাকছে না। ফলে পরীক্ষা কমে যাচ্ছে বা বন্ধ থাকছে। ফলে সংক্রমণ চিহ্নিতকরণ ঠিকঠাক হচ্ছে না।গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা যাচ্ছে মালদহে আক্রান্ত ৯৮, দার্জিলিং জেলায় ৯১, জলপাইগুড়িত ৮৪, কোচবিহারে ৭৫, দক্ষিণ দিনাজপুরে ৪৬ ও আলিপুরদুয়ারে ৩৫। মৃত্যু মালদহে ১, উত্তর দিনাজপুরে ১ ও দক্ষিণ দিনাজপুরে ১ জন।