কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গে আজ মৃত্যু একজনের। তিনি কোচবিহার জেলার বাসিন্দা। সংক্রমণ অনেকটা রাশ টেনেছে দেখা যাচ্ছে। তবে কাল যে আবার লাফিয়ে উঠবে না, এমন নিশ্চয়তা নেই। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে আক্রান্তের সংখ্যা ৩৩, কোচবিহারে ৬৬, জলপাইগুড়িতে ৪৯, দার্জিলিং জেলায় ৬৬, উত্তর দিনাজপুরে ৪০, দক্ষিণ দিনাজপুরে ৭৩ ও মালদহে ৭০।
Previous Articleসংক্রমণ- মৃত্যু -সুস্থতা সবেতেই স্থিতি বাংলায়
Next Article রজত খুনে আজ অনিন্দিতার কঠোর সাজা চাইছে নাগরিক সমাজ