কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গের মালদহে করোনা পরিস্থিতির আবার ডিগবাজি। বেশ কিছুদিন নিয়ন্ত্রণে থাকার ইঙ্গিত দিয়ে শুক্রবার আবার ঊর্ধ্বগতি মালদহের সংক্রমণের।গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৯৩-এ। দার্জিলিংয়ের সংক্রমণ এই সময় লাফিয়ে উঠেছে ১০৩-এ। জলপাইগুড়িও স্বস্তিদায়ক নয়। এই জেলায় একদিনে আক্রান্তের সংখ্যা ৮৯। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও কালিম্পংয়ে পরিস্থিতি স্থিতিশীল।কোচবিহারে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭১, আলিপুরদুয়ারে ৫২, কালিম্পংয়ে ৩ ও উত্তর দিনাজপুরে ৪১ জন। তবে উত্তরবঙ্গে মৃত্যু আজ আবার বেড়েছে। মোট ৯ জন। এঁদের মধ্যে দার্জিলিং জেলার ৪, কালিম্পংয়ে ১, জলপাইগুড়িতে ২, আলিপুরদুয়ারে ১ এবং কোচবিহারের ১ জন।