এক নজরে

উত্তরবঙ্গে করোনা স্থিতিশীল

By admin

September 11, 2020

কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গেও একরকম স্থিতাবস্থাই চলছে করোনা পরিস্থিতিতে। কোন জেলায় বাড়ে, কোন জেলায় কমে, এভাবেই ভারসাম্য রক্ষা হচ্ছে।দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারে সংক্রমণে ঊর্ধ্বমুখী প্রবণতা বহাল। দক্ষিণ দিনাজপুরে বেশ কদিন পর আবার সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০৩, জলপাইগুড়িতে ৮৫ ও কোচবিহারে ৮০।আলিপুরদুয়ারে ৬৯, মালদহে ৫৭, উত্তর দিনাজপুরে ৫৪ জন। দার্জিলিং ও কালিম্পং জেলার পরিসংখ্যানে মনে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে আক্রান্ত ১৫, কালিম্পংয়ে ৩। তবে উত্তরবঙ্গে বৃহস্পতিবার আবার মৃত্যুর ঊর্ধ্বগতি।একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ৩ জন উত্তর দিনাজপুরের, ১ জন শিলিগুড়ির, ১ জন জলপাইগুড়ির, ১ জন আলিপুরদুয়ারের, ১ জন কালিম্পংয়ের এবং ১ জন ভিন রাজ্যের বাসিন্দা।