কলকাতা ব্যুরো: আলিপুরদুয়ার, কোচবিহার বাদ দিলে উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি আজ অনেকটাই স্বস্তিদায়ক। মৃত্যু মাত্র ১। মৃত জলপাইগুড়ি জেলার বাসিন্দা। শিলিগুড়িও নিয়ন্ত্রণে বলা যায়।দার্জিলিং জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮, এর মধ্যে শিলিগুড়ির ৩০ জন। জলপাইগুড়িতে এই এক একই সময়ে আক্রান্ত ৬৭, মালদহে ৩৬, উত্তর দিনাজপুরে ৪৮ ও দক্ষিণ দিনাজপুরে ৩০। আলিপুরদুয়ার জেলা শনিবারের মতোই ভয়াবহ। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১২৪। কোচবিহারেও সংক্রমণ ঊর্ধ্বমুখীই। ২৪ ঘণ্টায় ৯৩ জন।