কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গে করোনায় মৃত্যু আবার বাড়ল। একদিনে ৯ জন। এর মধ্যে জলপাইগুড়ির ৩ জন, দার্জিলিংয়ের ৩ জন, আলিপুরদুয়ারের ২ ও কোচবিহারের ১ জন। জলপাইগুড়িতে সংক্রমণ আবার বাড়ল। গত ২৪ ঘণ্টায় এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২১। কোচবিহারের সংক্রমণ এখনও উদ্বেগজনক। একদিনে এই জেলায় আক্রান্ত হয়েছেন ৯২ জন। এছাড়া এইসময়ে আলিপুরদুয়ারে আক্রান্ত ৫৭, দার্জিলিংয়ে ৫১, উত্তর দিনাজপুরে ৪৭, মালদহে ৪২ ও দক্ষিণ দিনাজপুরে ৩০ জন।