কলকাতা ব্যুরো: লক্ষের পথে আরও একধাপ এগোলো ভারতের করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৯৫,৫৫১-তে। আবারও বিশ্ব রেকর্ড। পৃথিবীর কোন দেশে একদিনে এই সংখ্যায় সংক্রমণ নজিরবিহীন।
তাছাড়া দৈনিক সংক্রমণে টানা ৩৬ দিন বিশ্বে একনম্বর স্থানটা তো রইলোই। মোট সংক্রমণেও ধীর গতিতে এখন একনম্বর স্থানের দিকে এগিয়ে চলেছে ভারত। একনম্বর স্থানে এখন আমেরিকা। মোট আক্রান্তের সংখ্যা ৬০ লক্ষের ওপরে। শুক্রবার পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪৫,৬২,৪১৫-তে পৌঁছে গেল। দৈনিক মৃত্যুও আরও বাড়লো দেশে। দৈনিক মৃত্যুর এখন বিশ্বে এক নম্বরে ভারত।
গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১,২০৯। সংখ্যা ভারতে করোনায় মৃত্যুতে এখনও পর্যন্ত সর্বোচ্চ। ফলে ভারতে করোনায় মৃতের মোট সংখ্যা হয়ে গেল ৭৫,২৭১। মৃত্যুহার শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী ১.৬৭।
অন্যদিকে, সুস্থতার হার ৭৭.৬৫। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্তের সংখ্যা ৭০,৮৮০। এতে দেশে করোনা থেকে মুক্তি পাওয়া মানুষের সংখ্যা বেড়ে হল ৩৫,৪২,৬৬৩।
Previous Articleভারতেও বন্ধ হলো অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল
Next Article ১৩ থেকে ইস্ট- ওয়েস্ট মেট্রো ও
Related Posts
Add A Comment