এক নজরে

দিনে লক্ষ সংক্রমণের লক্ষ্যে দেশে দৌড় করোনার

By admin

September 06, 2020

কলকাতা ব্যুরো: শেষপর্যন্ত দৈনিক সংক্রমণে লক্ষের পথেই ভারত। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। একদিনে সংক্রমণ ৯০ হাজারও ছাড়িয়ে গেল। শনিবারের ৮৬ হাজারের কোটা থেকে রবিবার সাপ্তাহিক ছুটির দিনে সংক্রমণ পৌঁছে গেল ৯০,৬৩৩-এ।দেশবাসীর মনে হৃৎকম্প ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই অঙ্কটি। সুস্থতার হার ভালো না থাকলে দেশ উজাড় হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হত। পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে স্থিতিশীলতা থাকলেও দেশের অন্যত্র সংক্রমণ বেলাগাম হয়ে ওঠাই এমন পরিস্থিতির কারণ। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক ও উত্তরপ্রদেশে অবস্থা সবচেয়ে সংকটজনক। অসম ও ছত্তিসগড়েও দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ।দিল্লিতে নতুন করে করোনা পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে। ফলে একের পর এক করোনা জনিত বিশ্ব রেকর্ড করে চলেছে ভারত। রবিবার পর্যন্ত টানা এক মাস দৈনিক সংক্রমণে বিশ্বে এক নম্বর স্থান তো আছেই, গত চার দিনে একদিনের সংক্রমণেও বিশ্ব রেকর্ড করে বসে আছে দেশ।রবিবার পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪১ লক্ষ পার হয়ে গেল। রোজ প্রায় লাখের কাছাকাছি করোনা পজিটিভের হদিস মিললে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ পার হতে আর এক সপ্তাহও লাগবে না। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী রবিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪১,১৩,৮১২। দৈনিক মৃত্যুও হাজারের ওপর।গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১,০৬৫ জনের। দেশে এর ফলে করোনার বলি গত সাড়ে পাঁচ মাসে ৭০,৬২৬ জন। মৃত্যুহার এদিন ১.৭১। ভরসা একমাত্র সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় ওই হার ৭৭.৩২। এই সময়ে সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৩,৬৪২ জন। ফলে দেশে এখনও পর্যন্ত সুস্থ হলেন মোট ৩১,৮০,৮৬৬ জন করোনা আক্রান্ত।