এক নজরে

সংক্রমণ থেকে মৃত্যু- দুশ্চিন্তা দেশে

By admin

August 31, 2020

কলকাতা ব্যুরো: দৈনিক সংক্রমণে সোমবারও বিশ্ব রেকর্ড ধরে রাখল ভারত। টানা ২৫ দিন এই রেকর্ড ধরে রেখেছে আমাদের দেশ।দৈনিক মৃত্যুতেও আজ বিশ্বে সর্বোচ্চ পরিসংখ্যান ভারতের। সংক্রমণ না বাড়লেও পরিস্থিতি উদ্বেগজনকই। চিন্তা আরও বাড়ালো দৈনিক সুস্থতা কমে যাওয়ায়। সুস্থতার হার আজ ৭৬.৬২।গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ৬০,৮৬৮ জন। আর এই সময়ে আক্রান্তের সংখ্যা ৭৮,৫১২। এই নিয়ে পরপর দুদিন দৈনিক সংক্রমণ ৭৮ হাজারের ওপর আছে। যে সংখ্যার জন্য মৃত্যুতে বিশ্বে আজ রেকর্ড করেছে ভারত, সেই সংখ্যাটি হল ৯৭১।এর ফলে দেশে সোমবার পর্যন্ত করোনার মোট বলি হলেন ৬৪,৪৬৯ জন। মোট আক্রান্তের সংখ্যা রবিবার ছিল সাড়ে ৩৫ লক্ষের কাছাকাছি। সোমবার সেই সংখ্যা ৩৬ লক্ষ পার হয়ে গেল। এদিন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৬,২১,২৪৬। আজ পর্যন্ত করোনা মুক্তের মোট সংখ্যা ২৭,৭৪,৮০২। মৃত্যুর হার এখন ১.৭৮।