কলকাতা ব্যুরো: রাজ্যের করোনা পরিস্থিতি স্থিতিশীল হলেও দেশ কিন্তু সংক্রমণে বেলাগামই বলা যায়।
শনিবার দৈনিক সংক্রমণে কেউ কেউ যেটুকু আশা দেখছিলেন, তাতে জল ঢেলে দিল সাপ্তাহিক ছুটির দিন রবিবারের পরিসংখ্যান। এপর্যন্ত দৈনিক করোনা সংক্রমণে সর্বোচ্চ রেকর্ড হল রবিবার। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়ে হয়েছে ৭৮,৭৬১। এর ফলে একদিনে সংক্রমণ আরও এক লক্ষ বাড়লো। এতদিন দেড় দিনে ১ লক্ষ বাড়ছিল। সেই ফারাক আরও কমে গেল।
শনিবার মোট সংক্রমণের পরিসংখ্যান ছিল ৩৪ লক্ষের ওপরে। রবিবার সেটা পৌঁছে গেল প্রায় সাড়ে ৩৫ লক্ষে। দেশে আজ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৫, ৪২,৭৩৪। বিশ্বে দৈনিক সংক্রমণে শীর্ষস্থানটা আজও ভারতের হাতে অটুট। এই নিয়ে টানা ২৪ দিন। মৃত্যুহার আরও কমে গেল। যদিও সংখ্যার বিচারে দৈনিক মৃত্যু গত ২৪ ঘণ্টায় হাজারের নীচে নেমেছে।
গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৯৪৮ জন। এতে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৬৩,৪৯৮। মৃত্যুহার আজ ১.৮১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪,৯৩৫ জন। ফলে দেশে সংক্রমণ মুক্তের মোট সংখ্যা ২৭ লক্ষ ছাড়িয়ে হল ২৭,১৩,৯৩৪।
Previous Articleবাবা-মাকে খুনের পর ফুর্তি করতে বিদেশে উদয়ন
Next Article সব ঘরেই তো ‘মা’ কে দেখি