কলকাতা ব্যুরো: আবার কমে গেল দেশের করোনা সংক্রমণ। বাড়া, কমার পার্থক্য চোখে পড়ার মতো। হঠাৎ একধাক্কায় বাড়া বা কমার কোন ব্যাখ্যা সরকারি স্তর থেকে মেলে না। ফলে কমলেও নিশ্চিন্ত হতে পারে না সাধারণ মানুষ।
বৃহস্পতিবারের পরিসংখ্যানে আগের ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৮,৫২৪। শুক্রবার তা নেমে হল ৭০,৪৯৬। তবে মোট সংক্রমণ প্রায় ৭০ লক্ষের কাছাকাছি পৌঁছে গেল। ভারতে শুক্রবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৬৯,০৬,১৫১। মোট সংক্রমণে বিশ্বে প্রথম আমেরিকার সঙ্গে ফারাকটা আরও কমল। তবে দৈনিক সংক্রমণে বিশ্বে ভারতের শীর্ষ স্থানটা লাগাতার ৬৪ দিনেও অটুট। সংক্রমণ কমলেও সুস্থতা বাড়েনি।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্তের সংখ্যা ৭৮,৩৬৫। আগেরদিন সংখ্যাটা ছিল ৮৩,০১১। দেশে এখন করোনামুক্তের সংখ্যা ৫৯,০৬,০৭০। মৃতের মোট সংখ্যা এখন ১,০৬,৪৯০। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৬৪ জনের।

Share.
Leave A Reply

Exit mobile version