এক নজরে

বাড়ছে সংক্রমণ, নভেম্বর পর্যন্ত দেশে বাড়বে মৃত্যু

By admin

September 17, 2020

কলকাতা ব্যুরো: মহালয়ার সকালে আরও ভয়ঙ্কর হয়ে দেখা দিল করোনা সংক্রমণের তথ্য। দৈনিক সংক্রমণ সত্যিই লাখ ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৯৭,৮৯৪। টানা ৪২ দিন দৈনিক সংক্রমণের বিশ্বরেকর্ড। বিশ্বে এক নম্বরে ভারত। দেশে সংক্রমণ ৫০ লক্ষ পাড় করে গেছে।দৈনিক মৃত্যুতেও বৃহস্পতিবার বিশ্বে এক নম্বরে দেশ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃতের সংখ্যা ১,১৩২। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখার প্রধান হান্স ক্লুগ বুধবারই সতর্ক করে দিয়েছেন, অক্টোবর-নভেম্বরে আরও অনেক প্রাণ কাড়বে করোনা ভাইরাস।ভারতে বৃহস্পতিবার পর্যন্ত মৃতের মোট সংখ্যা ৮৩,১৯৮। এই পরিসংখ্যানও এখন লক্ষ ছোঁয়ার পথে। এদিন দেশে মৃত্যুহার ১.৬৩। উদ্বেগ বাড়িয়ে কমল সুস্থতা। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ৮২,৭৮৫। সুস্থতার হার ৭৮.৬৪। দেশে করোনা মুক্তের মোট সংখ্যা এখন ৪০,২৫,০৯৫। দেশে এদিন চিকিৎসাধীন আছেন প্রায় ১০ লক্ষ করোনা আক্রান্ত মানুষ।