কলকাতা ব্যুরো: সংক্রমণে অবশেষে বিশ্বে দ্বিতীয় স্থান ছুঁয়ে ফেলল ভারত। তৈরি হল করোনা মহামারিতে দেশের আরেকটি রেকর্ড।
এতদিন মোট সংক্রমণে বিশ্বে দ্বিতীয় স্থানটি ছিল ব্রাজিলের। সোমবার দেশের মোট সংক্রমণ ৪২ লক্ষ পার করার সঙ্গে সঙ্গে ব্রাজিলকে পিছনে ফেলে এগিয়ে গেল ভারত। ব্রাজিল এখন নেমে গেল তৃতীয় স্থানে। মোট সংক্রমণে এক নম্বরে আছে আমেরিকা। তারপরেই এখন ভারতের স্থান। দৈনিক সংক্রমণেও একটার পর একটা রেকর্ড হচ্ছে ভারতে। এই নিয়ে পরপর দুদিন দৈনিক সংক্রমণ ৯০ হাজারের ওপর।
আগের দিনের চেয়ে সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯০,৮০২। সংক্রমণ বাড়লেও কমেছে সুস্থতা। তবে কম মৃত্যুও। দেশের মোট সংক্রমণ পৌঁছে গেল ৪২,০৪,৬১৪-তে। এই নিয়ে টানা ৫ দিন দৈনিক সংক্রমণে ভারতের পরিসংখ্যান বিশ্ব রেকর্ড।
করোনাকালে কোন দেশে একদিনে এত সংক্রমণের নজির নেই। তাছাড়া সোমবার পর্যন্ত ৩২ দিন ধারাবাহিকভাবে সংক্রমণে বিশ্বে এক নম্বর স্থানটি ধরে রেখেছে ভারত। দেশের এই পরিস্থিতিতে সুস্থতা কমে যাওয়া উদ্বেগের কারণ। সুস্থতার হার সোমবার নথিভুক্ত হয়েছে ৭৭.৩০। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্তের সংখ্যা ৬৯,৫৮৪।
ফলে এদিন পর্যন্ত দেশে সংক্রমণ থেকে রেহাই পেলেন মোট ৩২,৫০,৪২৯ জন। মৃত্যু কমলেও দৈনিক এখনও হাজারের ওপর। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ১,০১৬ জন। এতে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৭১,৬৪২।

Share.
Leave A Reply

Exit mobile version