এক নজরে

দেশে সংক্রমণ ক্রমশ নিম্নমুখী, দুশ্চিন্তা বাংলা

By admin

October 19, 2020

কলকাতা ব্যুরো: বাংলার পরিস্থিতি যতই খারাপ থাকুক না কেন, দেশের করোনা গ্রাফের নিম্নমুখী প্রবণতা অব্যাহত। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা আরও নেমে হয়েছে ৫৫,৭২২। এই সংখ্যা গত ৫ দিনের মধ্যে সবচেয়ে কম। সোমবার পর্যন্ত দেশে পরপর তিনদিন অ্যাক্টিভ পজিটিভের সংখ্যা ৭ লক্ষের নিচে রয়েছে। সোমবারের পরিসংখ্যানে এই সংখ্যা ৭,৭২,০৫৫। দৈনিক মৃত্যুও গত ২৪ ঘণ্টায় অনেক কমে হয়েছে ৫৭৯। এই সংখ্যা গত একমাসের মধ্যে সর্বনিম্ন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, মৃত্যু কমেছে ৪৭ শতাংশ। প্রথম লকডাউন ঘোষণার পর সোমবার পর্যন্ত ২১০ দিন কেটে গেল।

এই প্রথম লাগাতার ভালোর দিকে যাচ্ছে দেশের করোনা পরিস্থিতি। একমাত্র চিন্তার কারণ এখন তামিলনাড়ু ও উত্তরপ্রদেশের পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ। সুস্থতার হার সোমবারের পরিসংখ্যানে ৮৮.২৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৬,৩৯৯ জন। ফলে দেশে এখন মোট করোনামুক্তের সংখ্যা ৬৬,৬৩,৬০৮, মোট আক্রান্ত ৭৫,৫০,২৭৩ এবং মোট মৃত্যু ১,১৪,৬১০।