কলকাতা ব্যুরো : ভোটের আবহে রাজ্যে আতঙ্কের ছায়া। রাজ্যে আরও বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬২ জন। কলকাতায় আক্রান্তের সংখ্যা ১৫৬ জন।
ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৮১ হাজার ৮৬৫ জন। বর্তমানে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৩ হাজার ৭৮২ জন। রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়ে ২ করোনা আক্রান্তের ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১০ হাজার ৩১২ জন। গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩৪ জন। মোট সুস্থতার হার ৯৭.৫৮ শতাংশ। সুস্থ মানুষের সংখ্যা ৫ লক্ষ ৬৭ হাজার ৭৭১।