এক নজরে

১৭ সাংসদের করোনা চিহ্নিত লোকসভায়

By admin

September 14, 2020

কলকাতা ব্যুরো: সোমবার সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনেই ১৭ জন সাংসদের করোনা ধরা পড়ল। এরমধ্যে ১২ জন বিজেপির, দুজন ওয়াই এস আর কংগ্রেসের। শিবসেনা, ডিএমকে এম পি ও আর এল পি দলের একজন করে সাংসদের করো না ধরা পড়েছে। প্রথম দিনই সংসদ ভবনে ঢোকার মুখে পরীক্ষায় এত জন সাংসদের পজিটিভ ধরা পড়ায় প্রমাদ গুনছে অন্যরাও।

যদিও ৬৫ বছরের বেশি বয়সের সাংসদদের ইতিমধ্যেই সংসদের অধিবেশনে যোগ না দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে বেশ কিছু রাজনৈতিক দল সংক্রমণের আশঙ্কা য় বাদল অধিবেশনে যোগ না দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল। কিন্তু তারপরেও এত জনের করোনা ধরা পড়ায় শেষ পর্যন্ত এই সংখ্যা আগামী দিনে আরও বাড়ে কিনা তা নিয়েও সন্দিহান সংসদ সদস্যরাই।