এক নজরে

সংক্রমণ কমেও বিশ্বে প্রথম

By admin

September 15, 2020

কলকাতা ব্যুরো: দৈনিক সংক্রমণ হঠাৎ ৯০ হাজারের নীচে নেমে গেল গত ২৪ ঘণ্টায়। কিন্তু একদিনের সংক্রমণে বিশ্বের প্রথম স্থানটা এখনও ভারতেরই। তবে একদিনের সংক্রমণ মুক্তির সংখ্যাতেও এবার বিশ্বরেকর্ড হল ভারতের। দৈনিক সুস্থতাতেও বিশ্বে এক নম্বরে এল দেশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৭,৫১২ জন। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী সুস্থতার হার ৭৭.৯৯ মানে প্রায় ৮০ শতাংশ। দেশে করোনার প্রকোপ থেকে এদিন পর্যন্ত সুস্থ হলেন মোট ৩৮,৫৯,৩৯৯ জন।

একদিনে আক্রান্তের সংখ্যা বেশ কয়েকদিন পর ৯০ হাজারের নীচে নামলেও মোট সংক্রমণ মঙ্গলবার উঠে গেল ৫০ লক্ষের দোরগোড়ায়। মঙ্গলবার পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৯,৩০,২৩৭। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাটা ৮৩,৮০৯। দৈনিক মৃত্যুর গড় এখনও হাজারের ওপর। তবে মৃত্যুহার খুব সামান্য হলেও কমেছে। মঙ্গলবারের পরিসংখ্যানের ভিত্তিতে ওই হার হল ১.৬৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১,০৫৪ জনের। দেশে এর ফলে করোনার বলির মোট সংখ্যা এখন ৮০,৭৭৬। নিশ্চিন্ত হওয়ার উপায় নেই এই কারণে যে ইউরোপে সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে।

যে ফ্রান্সে দৈনিক সংক্রমণ হাজারের নীচে চলে গেছিল সেটা এখন লাফিয়ে উঠেছে গড়ে ১০ হাজারের ওপর। স্পেনেও এখন প্রায় একই রকম গড়। ব্রিটেনে আবার লকডাউন জারির কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যে সেদেশে ৬ জনের বেশি একসঙ্গে জড়ো হওয়া নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ভাঙলেই জরিমানা ১০০ পাউন্ড। ফলে পরিস্থিতি কতটা উদ্বেগজনক, তা বোঝাই যাচ্ছে।