এক নজরে

আবার দৈনিক সংক্রমণ বাড়ছে দেশে

By admin

October 29, 2020

কলকাতা ব্যুরো: নিশ্চিন্ত করার বদলে বরং আবার উদ্বেগ বাড়াতে শুরু করল দেশের করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণ বেড়ে বৃহস্পতিবার ৫০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৯,৮৮১। এর সঙ্গে সঙ্গে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৮০ লক্ষ পার হয়ে গেল (৮০,৪০,২০৩)। মৃতের সংখ্যা পরপর দুদিন ৫০০-র ওপর রয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১৭ জনের। মৃত্যুহার এদিনের পরিসংখ্যানেও ১.৫০-ই রয়েছে। সুস্থতার হার এখন ৯০.৮৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬,৪৮০ জন। অ্যাক্টিভ পজিটিভ ৬ লক্ষের নিচেই রয়েছে। সংখ্যাটা এখন ৬,০৩,৬৮৭। পজিটিভিটি রেট ৭.৬৪। সবচেয়ে উদ্বেগ এখন দিল্লি নিয়ে। পরপর দুদিন দিল্লিতে দৈনিক সংক্রমণ ৫০০০-এর ওপরে থাকল।