এক নজরে

দেশে করোনার নিম্নমুখী সংক্রমণে স্বস্তি বাড়ছে দেশে

By admin

October 20, 2020

কলকাতা ব্যুরো: পরিসংখ্যান দেখে নিশ্চয়ই সবাই লাফিয়ে উঠে চিৎকার করে বলবেন, “ওয়াও! আর চিন্তা নেই।” দৈনিক করোনা সংক্রমণ নেমে গিয়েছে ৫০ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৪৬,৭৯১। প্রায় ৩ মাস আগের অবস্থায় ফিরে এল ভারতে। জুলাইয়ের ২৩ তারিখ দৈনিক সংক্রমণ ছিল ৪৫,৭২০। দৈনিক সংক্রমণে দীর্ঘদিনের একনম্বর স্থানটা অবশেষে ভারত থেকে সরে গেল। এই স্থানটায় মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী উঠে এল আমেরিকায়।

অ্যাক্টিভ পজিটিভের নিম্নমুখী প্রবণতাও এখনও বহাল। মঙ্গলবার পর্যন্ত পরপর চারদিন অ্যাক্টিভ পজিটিভের সংখ্যা ৮ লক্ষের নিচে রয়েছে। এই সংখ্যা সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ ১০ লক্ষের ওপরে উঠে গিয়েছিল। এতসব ভালো ভালো খবরের মধ্যে যদিও কিন্তু থেকেই গেল। কেন্দ্রীয় সরকার নিযুক্ত যে বিশেষজ্ঞ কমিটি বলেছিল, ভারতে সংক্রমণ শিখর ছুঁয়ে ফেলেছে এবং ফেব্রুয়ারি নাগাদ করোনা নিয়ন্ত্রণে আসবে এদেশে, সেই কমিটি সোমবার আবার বলেছে, ফেব্রুয়ারি পর্যন্ত দেশের জনসংখ্যার অর্ধেক করোনা আক্রান্ত হয়ে যাবে।

ফলে নিশ্চিন্ত আর থাকা যাচ্ছে কোথায়! ভরসা শুধু সুস্থতার হার বেশি থাকা এবং মৃত্যুহার কম থাকা। যদিও গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু সামান্য বেড়েছে। এই সংখ্যাটা ৫৮৭। ফলে দেশের মোট ১,১৫,১৯৭ জন নাগরিক অকালে চলে গেলেন করোনা সংক্রমণ জনিত কারণে। মৃত্যুহার এখন ১.৫২। মোট আক্রান্তের সংখ্যা এখন ৭৫,৯৭,০৬৪। সুস্থ হয়েছেন মোট ৬৭,৩৩,৩২৯ জন। সুস্থতার হার ৮৮.৬৩। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬৯,৭২১ জন।