কলকাতা ব্যুরো: যেমন একধাক্কায় নেমেছিল, তেমনই একধাক্কায় আবার সংক্রমণ লাফিয়ে বাড়ল ২৪ ঘণ্টার মধ্যে। গত ২৪ ঘণ্টায় দেশে ৭২,০৪৯ জন করোনা পজিটিভ পাওয়া গেল। এই সংখ্যাটা মঙ্গলবার নেমেছিল ৬১ হাজারের কাছাকাছি। তবে দৈনিক সুস্থতা অনেকটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮২,২০৩ জন। মৃত্যু বাড়লেও এখনও হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৯৮৬ জন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, নিশ্চিন্ত হওয়ার কোন কারণ নেই। তার প্রধান কারণ আসন্ন উৎসব মরশুম এবং ভোটের রাজনীতি।
উৎসবে করোনা কতটা দাপট দেখাতে পারে, তার বড় প্রমাণ কেরালার ওনাম উৎসব। ওই উৎসবের পর কেরালায় দৈনিক সংক্রমণ ৭২০ শতাংশ বেড়ে গিয়েছে। অ্যাক্টিভ পজিটিভ বেড়েছে ১২৬ শতাংশ। ফুটবল খেলায় ছাড়পত্র দেওয়ার পর স্পেনে করোনা সংক্রমণ চরমে উঠেছে। গবেষণায় দেখা যাচ্ছে, ঘেরাটোপের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি।
এজন্য মল সহ ছোট জায়গায় বেশি ভিড় বিপজ্জনক। চিকিৎসক সংগঠনগুলি চিন্তিত। এই সংগঠনগুলি পুজোর আগে থেকে সতর্কতা আরও বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে।