কলকাতা ব্যুরো: মৃত্যুহার যতই অন্যান্য দেশের থেকে কম হোক না কেন, এক লক্ষ নাগরিককে করোনা সংক্রমণে হারিয়ে ফেলল ভারত। দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও এখনও বিশ্বের এক নম্বর স্থানটা ভারতেরই আছে। একটানা ৫৮ দিন।
গত ২৪ ঘণ্টায় দেশে ১,০৬৯ জন করোনার বলি হওয়ায় দেশে মৃতের মোট সংখ্যা শনিবারের পরিসংখ্যান অনুযায়ী ১,০০,৮৪২। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৭৯,৪৭৬। আগের দিনের চেয়ে কিছুটা কম। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৪,৭৩,৫৪৫। সুস্থতার হার এদিন ৮৩ শতাংশের সামান্য বেশি।
দেশে এদিন পর্যন্ত ৫৪,২৭,৭০৭ জন সংক্রমণ মুক্ত হয়েছেন। দেশে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭,৭৮,৫০,৪০৩ জনের। গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ১১,৩২,৬৭৫ জনের।