এক নজরে

শনিবার করোনা আক্রান্ত হয়েছেন ৮৯০০০

By admin

September 27, 2020

কলকাতা ব্যুরো : শুধু শনিবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৯ হাজার। শুধুমাত্র কেরালা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ু মিলিয়ে আক্রান্ত ৪৯ হাজার ১৭৬ জন। এই সপ্তাহে সবথেকে বেশি। এই মুহূর্তে দেশে ৯ লাখ ৫৬ হাজার ৪০২ জন করোনা অ্যাক্টিভ বলে জানা গেছে। করোনা থেকে সেরে উঠেছেন মোট ৪৯ লাখ ৪১হাজার ৬২৭ জন।

গত ২৪ ঘন্টায় ১ হাজার ১২৪ মানুষ দেশে করোনার কারনে মারা গেছেন। সব মিলিয়ে দেশে ৬০ লাখ মানুষ এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন।