কলকাতা ব্যুরো: রাজস্থান সরকার দেওয়ালিতে বাজি পোড়ানো নিষিদ্ধ করে দিল। বাজি কেনাবেচাও নিষিদ্ধ। ফলে বাজিবাজার আর বসবে না এবার রাজস্থানে। বাজিদূষণের ফলে করোনা সংক্রমণ কয়েকগুণ বেড়ে যেতে পারে বলে বিশেষজ্ঞদের মতামতের জেরে রাজস্থান সরকারের এই সিদ্ধান্ত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একইরকম ভাবে সতর্ক করেছেন রাজ্যের চিকিৎসকরা। কিন্তু রাজ্য সরকার এখনও এব্যাপারে কোন সিদ্ধান্ত জানায়নি। তবে এই অনিশ্চয়তায় রাজ্যের পাইকারি বাজিবাজার এখনও জমেনি। কিন্তু কেনাবেচা নিষিদ্ধ না হলে বাজিদূষণ পুরোপুরি বন্ধ করা যাবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে। একই পরিস্থিতি দিল্লিতেও।
করোনা পরিস্থিতি দিল্লিতে একেবারেই ভালো নয়। তার মধ্যে অক্টোবরেই জাঁকিয়ে শীত পড়ছে দিল্লিতে। ইতিমধ্যে তাপমাত্রা ১১.৮-এ নেমেছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। তবে বেশ কিছু রাজ্যে করোনা গ্রাফ নিম্নমুখী হয়ে চলায় সামগ্রিক ভাবে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় আরও কমে হয়েছে ৪৫,২৩১। অ্যাক্টিভ পজিটিভের সংখ্যাও ৬ লক্ষের নীচেই (৫, ৬১,৯০৮) রয়েছে।

আগের দিনের চেয়ে সংক্রমণ কমেছে ৩.৬ শতাংশ। মোট সংক্রমণ অবশ্য ৮২ লক্ষ (৮২, ২৯,৩১৩) পার হয়ে গেল। এর মধ্যে দেশের ৭৪,৪৪,৭৯৮ জন নাগরিক করোনামুক্তও হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্তের সংখ্যা ৫৮,৬৮৪। দৈনিক মৃত্যু আবার গত ২৪ ঘণ্টায় ৫০০-র নীচে নেমে হল ৪৯৬। ফলে দেশে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে হল ১,২২,৬০৭ জন। সোমবার সবচেয়ে উদ্বেগজনক খবর হল, বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি। তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েই চলেছে।

কেন এই রক্তক্ষরণ, তা এখনও ধরতে পারছেন না চিকিৎসকরা। রক্তক্ষরণের উৎস খুঁজতে সিটি অ্যাঞ্জিয়োগ্রাফি করা হতে পারে। প্রবল রক্তক্ষরণের কারণে হিমোগ্লোবিন অত্যন্ত কমে গিয়েছে সৌমিত্রের রক্তে। এজন্য চার ইউনিট রক্ত দেওয়া হয়েছে। তাতেও পরিস্থিতি এখনও সামাল দিতে পারেননি চিকিৎসকরা। আবার ডায়ালিসিস করার কথা ভাবা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version