কলকাতা ব্যুরো: বোল্টের গতিতে বিশ্বে বাড়ছে করোনা সংক্রমণ। ওয়ার্ল্ডওমিটার অনুযায়ী, বুধবার ৩০ ডিসেম্বর সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি ২৩ লক্ষ অতিক্রম করেছে। মৃতের সংখ্যা ১৭ লক্ষ ৯৬ হাজারের বেশি। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৫ কোটি ৮৩ লাখ করোনা আক্রান্ত। এর মধ্যেই হুড়মুড়িয়ে বাড়ছে করোনা-সংক্রমিতের সংখ্যা। এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। গত এক বছরে ভাইরাসের কোপে ৩ লক্ষ ৪৬ হাজারের বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়।
আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৯ লক্ষ পেরিয়েছে। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এই মুহূর্তে সেখানে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লক্ষের বেশি। মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ছাড়িয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৭৫ লক্ষ পেরিয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৯২ হাজার। সংক্রমণ-শঙ্কায় ব্রিটেন, আমেরিকা, কানাডায় শুরু হয়েছে টিকাকারণ। জো বাইডেনের পর এ বার কোভিড টিকা নিলেন আমেরিকার ভাবী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
মঙ্গলবার ওয়াশিংটনের ইউনাইটেড মেডিক্যাল সেন্টার (ইউএমসি)-তে মডার্নার প্রথম ডোজ নেন তিনি। দেশবাসীকে টিকাকরণে উৎসাহ দিতে সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশনে।