এক নজরে

করোনায় সংবাদপত্র বিপদ নয়

By admin

October 19, 2020

কলকাতা ব্যুরো: সংবাদপত্রের থেকে করোনা ছড়ানোর গুজব ফের খারিজ করল কেন্দ্র। কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, সংবাদপত্র থেকে করোনার কোন জীবানু ছড়ায় না। এটা একেবারেই বাজে তথ্য। করোনাভাইরাস একমাত্র ড্রপলেট থেকেই বাতাসে ভেসে বেড়ায়। কিন্তু কোনোভাবেই সংবাদপত্র থেকে এই ভাইরাস ছড়ায় না বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

এই প্রসঙ্গ বলতে গিয়েই হর্ষবর্ধন নাগরিকদের উৎসাহ দিয়ে বলেছেন, এবার আপনার সংবাদপত্রের হকারকে ডেকে সংবাদপত্র চেয়ে নিন। কোনরকম গুজবে কান দেবেন না। কেননা এখনো পর্যন্ত শুধু দেশ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও কোন গবেষণায় এটা প্রমাণিত হয়নি যে, সংবাদপত্র থেকে করনা ভাইরাসের জীবাণু ছড়িয়ে পড়ে।