এক নজরে

আক্রান্তের থেকে সুস্থ সংখ্যা বেশি রাজ্যে, তবু দুশ্চিন্তা

By admin

November 03, 2020

কলকাতা ব্যুরো: করোনা পরিস্থিতি যাতে আর খারাপ না হয়, সেজন্য বাজিহীন দীপাবলি পালনের অনুরোধ করলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। একই বিষয়ে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়ে ইতিমধ্যে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। তার আগেই পদক্ষেপ করল রাজ্য সরকার। যদিও সরকারের তরফে কোন নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়নি। শুধু আবেদন জানানো হয়েছে।চিকিৎসকদের একটি সংগঠন অবশ্য এর আগে কালীপুজোয় কড়া প্রশাসনিক পদক্ষেপ করার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিল। প্রশাসনিক পদক্ষেপ ছাড়া শুধু আবেদনে বাজি ঠেকানো যাবে কিনা, তা নিয়ে অবশ্য সন্দেহ থেকেই যাচ্ছে। পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি মোটেই স্বস্তিদায়ক নয় এখনও। সংক্রমণ তেমন না বাড়লেও কমছে না। গত ২৪ ঘণ্টার করোনা পরিসংখ্যান গত একসপ্তাহের মতোই। একদিনে আক্রান্ত হয়েছেন ৩,৯৮১ জন, এইসময়ে করোনামুক্তের সংখ্যা ৪,০৫৮। দৈনিক মৃত্যু অবশ্য গত কয়েকদিনের চেয়ে সামান্য কমেছে। একদিনে মারা গিয়েছেন ৫৬ জন।সংক্রমণ তেমন না কমলেও কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃত্যু সামান্য কমেছে। কলকাতায় একদিনে মারা গিয়েছেন ১২ জন, উত্তর ২৪ পরগনায় ১৪ জন। এছাড়া হুগলিতে ৬, হাওড়ায় ৫, পূর্ব মেদিনীপুরে ৩, পশ্চিম মেদিনীপুরে ৩, নদিয়ায় ৩, মুর্শিদাবাদে ২, দক্ষিণ ২৪ পরগনায় ২ ও বীরভূমে ১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে মৃতের মোট সংখ্যা মঙ্গলবার ৭০০০ ছাড়িয়ে গেল (৭, ০১৩)। করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩,৮৫,৫৮৯, মোট সংক্রমণ মুক্ত ৩,৪২,১৩৩। সুস্থতার হার এখন ৮৮.৭৩।এখন রাজ্যে অ্যাক্টিভ পজিটিভ ৩৬,৪৪৩। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রামিত ৮৭২ জন, করোনামুক্ত ৮৮১ জন। উত্তর ২৪ পরগনায় এই দুই পরিসংখ্যান যথাক্রমে ৮৬২ ও ৮৭২, হুগলিতে ১৭২ ও ১৮৯, হাওড়ায় ২৩৫ ও ১৫৫, পশ্চিম মেদিনীপুরে ১৩৬ ও ১৪১, পূর্ব মেদিনীপুরে ১৩৭ ও ৮০ এবং নদিয়ায় ১৭৭ ও ২৩০ জন।করোনা টেস্ট গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে। মঙ্গলবার ৪৪,১৭৬ জনের টেস্ট হয়েছে। ফলে রাজ্যে এখনও পর্যন্ত টেস্ট হল ৪৬,৮৮,২৯৫ জনের।