কলকাতা ব্যুরো: ভারতে ফেব্রুয়ারিতে করোনা সংক্রামিতর সংখ্যা পেরোবে ১ কোটি। এমনটাই মনে করছে কোভিভ-১৯ বিষয়ক টাস্ক ফোর্স। যদিও তাদের মতে, দেশে করোনার গতি এখন অনেকটাই স্থিতিশীল। ফেব্রুয়ারির মধ্যে সেই সংখ্যা দাঁড়াতে পারে ১ কোটি ৫ লাখে। এখন এই সংখ্যা ৭৫ লাখের বেশি। তবে অনেক হিসেব নিকেশই বদলে যাচ্ছে উৎসবের কারণে। কেরালায় সংক্রমণের হার নিয়ন্ত্রণে চলে এলেও, ওনামের পর ফের তা অনেকটাই বেড়ে গিয়েছে। সে কথা আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন। তিনি বলেন, ওনামের থেকে শিক্ষা নিতে হবে। দুর্গাপুজোর সময় অতিরিক্ত সতর্কতা মেনে চলা ছাড়া পথ নেই। কারণ দেশের কয়েকটি রাজ্যের বেশ কিছু এলাকায় বাড়ছে গোষ্ঠী সংক্রমণ।
এরাজ্যে দুর্গাপুজো যেহেতু অন্যতম উৎসব, তাই এরাজ্যে পুজোর পর করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশিষ্ট চিকিৎসকরা।ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, চিনের মতো বেশ কয়েকটি দেশে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। সংক্রমণ ঠেকাতে গ্রহণ করা হচ্ছে বেশ কিছু কড়া ব্যবস্থাও।