এক নজরে

রাজ্যে সংক্রমণ দিনে চার হাজারের নিচেই

By admin

November 11, 2020

কলকাতা ব্যুরো: প্রায় তিন মাস পর দৈনিক মৃত্যু ৫০-এর নীচে নামল রাজ্যে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৪৯। সামান্য কমেছে দৈনিক সংক্রমণও। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৮৭২। আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যাটা ছিল ৩,৮৯১। অ্যাক্টিভ পজিটিভও আগের দিনের চেয়ে কমেছে। বুধবারের পরিসংখ্যানে এই সংখ্যা ৩২,৮৩৬। আগেরদিন সংখ্যাটা ছিল ৩৩,৪৪৪। সুস্থতার হারও খুব সামান্য বেড়েছে। আগেরদিন এই হার ছিল ৯০.১১।গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে সেই হার দাঁড়িয়েছে ৯০.৩৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪,৪৩১ জন। রাজ্যের এই সামগ্রিক ইতিবাচক ছবির প্রতিফলন জেলাগুলিতে দেখা যাচ্ছে। এমনকি, কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেও আবার স্বস্তির সূচক দেখা যাচ্ছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনার বলি ১২ জন, উত্তর ২৪ পরগনায় ১৪ জন।এই দুই জেলায় এইসময়ে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে যথাক্রমে ৮৩৯ ও ৮২০ জন। আর করোনামুক্ত হয়েছেন যথাক্রমে ৮২৪ ও ৭৭৮ জন। অন্যান্য জেলায় মৃত্যুর পরিসংখ্যান তেমন কিছু নেই। হাওড়ায় ৫ জন, হুগলিতে ৪, দক্ষিণ ২৪ পরগনায় ৩, নদিয়ায় ৩, বীরভূমে ১ ও পশ্চিম বর্ধমানে ১ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৪,১৬,৯৮৪, মোট সংক্রমণ মুক্ত ৩,৭৬,৬৯৬ জন এবং মৃত্যু হয়েছে মোট ৭,৪৫২ জনের। বুধবার পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৫০,৪৭,৩৩৫ জনের। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ৪৪,১৩১।