কলকাতা ব্যুরো: ভ্যাকসিন এখনও আবিষ্কৃত হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়ে দিলেন, আগামী বছর জুলাইয়ের মধ্যে দেশের ২০-২৫ কোটি লোকের টিকাকরণ হয়ে যাবে। সেটা কীভাবে, এখনও স্পষ্ট নয়।
কেন্দ্রীয় সরকারের প্রাক্তন এক পদস্থ আমলা জেভিআর প্রসাদ রাও কিন্তু জানিয়েছেন, দেশে টিকাকরণের যে পরিকাঠামো আছে, তাতে দেশে বছরে বড়জোর ৮ কোটি লোককে টিকা দেওয়া যেতে পারে। তবে ৮ হোক আর ২৫ কোটি হোক, ১৩০ কোটির দেশে অধিকাংশ মানুষের ভ্যাকসিন পাওয়ার আশু সম্ভাবনা যে নেই, তাতে কোন সন্দেহ নেই। তবে আশার কথা, দুদিন ধরে দেশে দৈনিক সংক্রমণ বেশ কিছুটা কম। দৈনিক মৃত্যুও হাজারের নিচে। কিন্তু সুস্থতাও কম।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪,৪৪২ জন, করোনামুক্ত হয়েছেন ৭৬,৭৩৭ জন, মৃত্যু হয়েছে ৯০৩ জনের। মৃত্যুহার সোমবারের পরিসংখ্যান অনুযায়ী ১.৫৫, সুস্থতার হার ৮৪.৩৪। অবশ্য গত দু মাসের পরিসংখ্যানে দেখা গিয়েছে, প্রত্যেক সোমবার দৈনিক সংক্রমণ কম থাকে। ফলে মঙ্গলবার এবং তার পরের কয়েকদিনের হিসেব না দেখে সংক্রমণ কমছে বলা যাবে না।
দৈনিক সংক্রমণে সোমবার পর্যন্ত পাক্কা দুমাস বিশ্বে একনম্বর স্থান থেকে কিন্তু ভারত নড়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গিয়েছে ৬৬,২৩,৮১৬। করোনামুক্ত হয়েছেন মোট ৫৫,৮৬,৭০৩ জন। মৃতের মোট সংখ্যা দেশে এখন ১,০২,৬৮৫।

Share.
Leave A Reply

Exit mobile version