কলকাতা ব্যুরো: দেশের দৈনিক করোনা সংক্রমণ এ বার সওয়া লক্ষ ছাড়িয়ে গেল। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের জেরে সোমবার প্রথমবারের জন্য আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছিল ১ লক্ষের গণ্ডি। মঙ্গলবার তা একটু কমেছিল। বুধবার তা হয়েছিল ১.১৫ লক্ষ। বৃহস্পতিবার তা হল ১ লক্ষ ২৬ হাজার ৭৮৯ জন। দেশে একদিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ। রোজ এই সংখ্যক আক্রান্ত বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়ে পেরিয়ে গেল ৯ লাখের গণ্ডি। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ১০ হাজার ৩১৯।
করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে দিনে দিনে খারাপ হচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৯০৭ জন। সে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি খারাপ হচ্ছে মুম্বইয়ের অবস্থা। দৈনিক মৃত্যুও ওই রাজ্যে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৩২২ জনের। দেশের মোট সক্রিয় রোগীর অর্ধেকেরও বেশি শুধু মহারাষ্ট্রেই।
অন্যদিকে রাজ্যেও বেড়ে চলেছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৯০ জন মানুষ। সুস্থ হয়ে উঠেছে ৮৬৭ জন মানুষ এবং করোনা জীবন কেড়ে নিয়েছে ৮ জনের। বাংলায় সংক্রমণের অর্ধেকের বেশী শুধুমাত্র কলকাতা ও দক্ষিণ ২৪ পরগণাতেই রয়েছে। এই দুই জেলায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে যথাক্রমে ৭২২ জন ও ৫৪৮ জন মানুষ।
সুতরাং দেখা যাচ্ছে যে করোনার দ্বিতীয় ঢেউ আগের থেকে অনেক বেশী সংক্রামক। কিন্তু বর্তমান রাজ্যে ভোট চলার কারণে কোথাওই মানা হচ্ছে না সামাজিক দুরত্ববিধি। ফলে আশঙ্কা যেতেই পারে যে সংক্রমণ আরো বাড়বে। তাই কলকাতা৩৬১ এর তরফ থেকে সকলকে জানানো হচ্ছে দয়াকরে আপনারা আগের মতই সব রকম সুরক্ষাবিধি মেনে, সামাজিক দুরত্ব বজায় রেখে চলুন যাতে নতুন করে ভাইরাস আর ছড়াতে না পারে।