এক নজরে

করোনায় আয়ুর্বেদ চিকিৎসার গাইডলাইন দিল কেন্দ্র

By admin

October 08, 2020

কলকাতা ব্যুরো: করোনা ঠেকাতে এবার আয়ুর্বেদ চিকিৎসা আরও বেশি মানুষের কাছে পৌঁছতে উদ্যোগী হলো কেন্দ্র। নরেন্দ্র মোদি সরকার হলুদ মেশানো দুধ, অশ্বগন্ধা, গুধুচি ও কাধ নিয়মিত খাওয়া ও যোগ ব্যায়াম করলে করোনা কাবু করা সম্ভব বলে আশ্বস্থ করছে। নিয়মিত আয়ুর্বেদ চিকিৎসা অনুসরণ করলে দূর হতে পারে করোনা আক্রান্ত হবার ভয় বলে দাবি চিকিৎসকদের।

মঙ্গলবার কেন্দ্রীয় সরকার আয়ুর্বেদ চিকিৎসা এবং যোগ ব্যায়ামের মাধ্যমে সরকারি প্রটোকল ঘোষণা করেছে।এ ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ট্যুইট করে বলেছেন, প্রটোকল এর উন্নয়ন ঘটানো হয়েছে। এটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অ্যান্ড কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত।

আয়ুশ মন্ত্রক ঘোষিত গাইডলাইন অনুযায়ী, করোনা থেকে শরীরকে দূরে রাখতে যে ওষুধগুলো এবং যোগব্যায়ামের কথা বলা হয়েছে, তার বাইরে হলুদ দুধ পান, কাধা নিয়মিত পান এবং মেডিকেটেড তেল নাকে টানলে এবং উষ্ণ জলের ভাপ নিলে শরীরের উপকার হবে।

একই সঙ্গে ছয় থেকে আট ঘণ্টা ঘুমের প্রয়োজন বলেও জানানো হয়েছে আয়ুস মন্ত্রকের থেকে। নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ সব কিছুর সঙ্গেই থাকা দরকার। আর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক, একসঙ্গেই যথাসম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং মাস্ক পরা ও বাধ্যতামূলক বলে জানিয়েছে আয়ুষ মন্ত্রক।