কলকাতা ব্যুরো: আমেরিকায় দৈনিক সংক্রমণ ১ লক্ষ স্পর্শ করল। এই তথ্য বিশ্ববাসীর হাড়হিম করে দেওয়ার পক্ষে যথেষ্ট। ভারতকে টপকে আমেরিকা আবার দৈনিক সংক্রমণে বিশ্বে শীর্ষস্থানে চলে গিয়েছে প্রায় একমাস আগে। ভারতে সংক্রমণ ক্রমশ কমছে বলে এখন এদেশের চেয়ে দ্বিগুণ দৈনিক সংক্রমণ এখন আমেরিকায়।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৬,৯৬৩ জন করোনা পজিটিভের খোঁজ মিলেছে। রবিবার পর্যন্ত টানা ৭ দিন দেশে সংক্রমণ ৫০ হাজারের নিচে রয়েছে। অ্যাক্টিভ পজিটিভের সংখ্যা রয়েছে ৬ লক্ষের নিচে। এই সংখ্যা মোট সংক্রামিতের ৮ শতাংশের কম। এদিন পর্যন্ত দেশে মোট সংক্রামিত ৮৪,৮৪,০৮২ জন। আর মোট করোনামুক্ত ৭৪,৯১,৫১৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮,৬৮৪ জন। সুস্থতার হার আরও বেড়ে হল ৯১.৫৪। মৃত্যুহার এই নিয়ে পরপর দ্বিতীয় দিন রয়েছে ১.৪৯।
দৈনিক মৃত্যু আবার ৫০০-র নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৪৭১ জন। এর ফলে মৃতের মোট সংখ্যা এখন ১,২১,৬৪১। দিল্লির পরিস্থিতি অবশ্য উদ্বেগজনক রয়েছে।