কলকাতা ব্যুরো: জার্মানিতে ঝড়ের বেগে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে ১৯ হাজার ৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা এখনো পর্যন্ত এই দেশে সবচেয়ে বেশি একদিনে সংক্রমণ। শুক্রবারে জার্মানিতে ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৮১ জন আক্রান্ত হয়েছিলেন।
জার্মানির এখন পাঁচ লক্ষ ১১ হাজার ৭৫৯ জন করোনা আক্রান্ত রয়েছেন। মৃত্যু সংখ্যাও বাড়ছে হু হু করে। প্রথম ধাক্কায় ১০৩ মৃত্যু হয়েছিল করোনাই এখন সেই সংখ্যা ১০ হাজার ৪৫২ ছাড়িয়েছে।
করোনার সংক্রমণ ঠেকাতে দুদিন আগেই জার্মানি লকডাউন ঘোষণা করেছে। ফলে আগামী একমাস গোটা দেশ বাড়ির মধ্যে থাকবে। যদিও গত দুদিনে এই লকডাউন এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না। প্রতিদিনই সংক্রমণ আগের দিনকে ছাপিয়ে যাচ্ছে। ফলে লকডাউন এখনো কতদিন টানতে হবে তা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম ১১ মার্চ করোনা মহামারীর কথা ঘোষণা করেছিল।