কলকাতা ব্যুরো: করোনা নিয়ে উদ্বেগ পিছু ছাড়ছে না। দেশের পরিস্থিতি তুলনামূলক কিছুটা ভালো হলেও, কয়েকটি রাজ্য নিয়ে দুশ্চিন্তা রয়েই গিয়েছে। এ রাজ্যে এখনও পর্যন্ত প্রতিদিন গড়ে চার হাজারের বেশি মানুষ সংক্রামিত হচ্ছেন। এই অবস্থায় এমন পাঁচটি রাজ্যে আবার কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে সরকার।এ রাজ্যের পাশাপাশি, মনিপুর, গুজরাট, রাজস্থান, হরিয়ানা তেও প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। দিনক্ষণ ঠিক না হলেও, খুব দ্রুত ওই বিশেষজ্ঞ দল এ রাজ্যে আসবে বলে দিল্লির খবর।মূলত ওই বিশেষজ্ঞ দল এ রাজ্যে এসে করোনা চিকিৎসার হাসপাতাল গুলি পরিদর্শন করবে। একই সঙ্গে কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনার মত সংক্রমণ প্রভাবিত জেলাতেও যাবে ওই বিশেষজ্ঞ দল। কিভাবে চিকিৎসা হচ্ছে তার যাবতীয় খুঁটিনাটি আবার বুঝতে চায় কেন্দ্র। তাই কোথাও কোনো চিকিৎসা পরিসেবার ক্ষেত্রে ফাঁক থাকলে তা ত্রুটিমুক্ত করতেই এই বিশেষজ্ঞদের পাঠানোর হচ্ছে বলে জানা গিয়েছে। জেলাগুলি ঘুরে পড়ে স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবে বিশেষজ্ঞ দল। কেন্দ্র চাইছে, করোনা আবহে একেবারে শেষ বেলায় কোন ত্রুটির কারণে যদি সংক্রমণ বাড়তে থাকে বা চিকিৎসায় সমস্যা হয় তা মিটানো জরুরী গোটা দেশের জন্য। তাই বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।প্রসঙ্গত এর আগে অন্তত দুবার বিশেষজ্ঞ দল করোনা আবহে পাঠিয়েছিল সরকার।