এক নজরে

হাসপাতালে থাকবেন ট্রাম্প

By admin

October 03, 2020

কলকাতা ব্যুরো: আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনা আক্রান্ত হয়েছেন। দিন দুয়েক ধরে রয়েছেন কোয়ারান্টিনে। যদিও তাঁদের দুজনের শরীরেই মৃদু উপসর্গ রয়েছে। কিন্তু কোয়ারান্টিনে নয়, আগামী কযেকদিন মার্কিন প্রেসিডেন্টকে হাসপাতালেই থাকতে হবে। হাসপাতাল থেকেই তিনি প্রেসিডেন্টের কাজ পরিচালনা করবেন বলে জানা গিয়েছে। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন।