কলকাতা ব্যুরো: গত কয়েকদিন ধরে করোনা আক্রান্ত হয়েছে শিলিগুড়ির হাসপাতালে ভর্তি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অন্যদিকে গুরুতর সংকটজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি করা হল মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরীকে। করোনা ধরা পড়েছে তার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবারই তার করোনা ধরা পড়েছে। অন্যদিকে অক্সিজেনের মাত্রা নেমে যাওয়ায় পরিস্থিতি আরো সঙ্কটজনক হয়েছে।

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের সময় শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সেই সময় তিনি নমুনা পরীক্ষা করা হলেও তখন রিপোর্ট নেগেটিভ আসে। ওই অবস্থাতেই মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেওয়ার দুদিন পরেই পরীক্ষা করানো হলে তার করোনা ধরা পড়ে। এর মধ্যে বাড়িতেই দোতলা থেকে নামার সময় পড়ে গিয়ে মাথায় চোট পান। ওই অবস্থাতেই তাকে শিলিগুড়ির হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, করোনা চিকিৎসা করলেও আপাতত অনেকটাই স্থিতি রয়েছে রবীন্দ্রনাথ বাবুর। তবে প্রবল দুর্বলতা রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version