কলকাতা ব্যুরো: করোনার দ্বিতীয় দফার ঢেউয়ের আছড়ে পড়ার আগেই রবিবার থেকে দ্বিতীয় দফায় দেশে জরুরি অবস্থা জারি করল স্পেন। এই দফায় বেলা ১১ টা থেকে পরদিন ছ’টা পর্যন্ত সারা দেশ জুড়ে কারফিউ জারির ঘোষণা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। কিছুক্ষন আগে এক টিভির ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছেন, রবিবার থেকেই এই ব্যবস্থা লাগু হচ্ছে। একমাত্র সেখানকার ক্যানারি দ্বীপপুঞ্জ এই নির্দেশের বাইরে থাকছে।প্রধানমন্ত্রী জানিয়েছেন, স্পেনের ১৯ জন আঞ্চলিক নেতাকে ক্ষমতা দেওয়া হয়েছে, যারা বিভিন্ন সময়ে নিজেদের অঞ্চলে কার্ফু জারি করতে পারবেন। একইসঙ্গে আঞ্চলিক সীমানা বন্ধ করার বা ভিড় নিয়ন্ত্রন করার ক্ষমতা তাদের দেওয়া হয়েছে। তিনি আরো বলেছেন, সম্প্রতি ইউরোপ এবং স্পেন মহামারীর দ্বিতীয় ঢেউ প্রত্যক্ষ করতে শুরু করেছে।করোনা আপাতত থাকবে ধরে নিয়েই সেখানকার সংসদ আপাতত আগামী মে মাস পর্যন্ত দেশে সতর্কতাঃ জারি করেছে।দু’দিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার কথা জানিয়ে সব দেশকে সতর্ক করেছিল। এমনকি কারফিউ বা লকডাউন পরিস্থিতি তৈরীর আগেই, করোনা রুখতে সব রকম ব্যবস্থা নেওয়ার জন্য দেশগুলিকে সতর্ক হতে পরামর্শ দিয়েছিল হু।