কলকাতা ব্যুরো: ঝাড়খণ্ডের তিন বিধায়ককে সাসপেন্ড করল কংগ্রেস। শনিবার হাওড়ার সাঁকরাইলে ওই তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে মেলে প্রচুর টাকার বান্ডিল। বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। কংগ্রেসের অভিযোগ, ঝাড়খণ্ডে অপারেশন কমল অভিযানে নেমেছে বিজেপি। তাই টাকা দিয়ে বিধায়ক কেনার চেষ্টা করছে। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকারের জোট শরিক হল কংগ্রেস।শনিবার ঘটনার পরই দলনেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে ওই তিন বিধায়ককে অবিলম্বে সাসপেন্ড করে কংগ্রেস। রবিবার সাংবাদিক সম্মেলন করে শাস্তির কথা ঘোষণা করেন ঝাড়খণ্ডের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা অবনীশ পাণ্ডে। তিনি বলেন, আমরা সবার খবর রাখি। আগামীদিনে যিনি এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকবেন, তিনি জনপ্রতিনিধি হোক বা দলের কোনও সাধারণ কর্মী, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিরজির বিধায়ক রাজেশ এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সালের গাড়ি থেকে টাকা উদ্ধারের পর তাঁদের আটক করে হাওড়া গ্রামীণ থানার পুলিস ৷ তাঁদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়৷ জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিসকে জানান, তাঁদের গন্তব্য ছিল মন্দারমণি ৷ ফেরার সময় কলকাতার বড়বাজার থেকে শাড়ি কেনার কথা ছিল ৷ আগামী ৯ অগস্ট আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়খণ্ডে নিজের নিজের এলাকায় ওই শাড়ি বিতরণ করার কথা ছিল৷ শাড়ি কিনতেই তাঁদের আসা৷ কিন্তু তদন্তে নেমে পুলিস জানতে পারে তাঁরা শুক্রবার একরাতের জন্য গুয়াহাটি গিয়েছিলেন। কেন তাঁরা একরাতের জন্য অসম গিয়েছিলেন তার কোনও সদুত্তর পাওয়া যায়নি৷ অত টাকা কোথা থেকে এল সেটাও খোলসা করেননি কংগ্রেস সাংসদরা৷ তারপরই রবিবার দুপুরে ওই তিন কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করে পুলিস ৷ তাঁদের তুলে সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে৷কংগ্রেস বিধায়কদের গাড়ি থেকে টাকা উদ্ধারের পিছনে বিজেপির অপারেশন লোটাসের ছায়া দেখতে পেয়েছেন জয়রাম রমেশ ৷শনিবার ওই তিন বিধায়কের কালো রঙের এসইউভি গাড়ি থেকে একটি নীল রঙের ব্যাগের ভিতর উদ্ধার হয় ৪৯ লক্ষ টাকা৷ বেশিরভাগই ছিল ৫০০ টাকার নোট ৷ কিছু ২০০০ টাকা ৷ আটক করার পর তাঁদের নিয়ে যাওয়া হয় পাঁচলা থানায় ৷ রাতভর চলে জিজ্ঞাসাবাদ৷ রবিবার গ্রেফতার করা হয় তিন বিধায়ককে৷