কলকাতা ব্যুরো: কেন্দ্রের পাস করা কৃষি বিল নিয়ে যখন প্রতিবাদে সামিল হচ্ছে অন্যান্য বিরোধী দলগুলি তখন সোমবার দেশজুড়ে এই ইস্যুতে প্রতিবাদে নামলো কংগ্রেসও। এদিন কলকাতায় ওই বিলের প্রতিবাদে ধর্মতলায় বিক্ষোভে সামিল হলেন কংগ্রেস কর্মীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এদিনই রাজ্যোপালকে একটি চিঠি লিখে ওই তিন বিলের বিষয়ে হস্তক্ষেপ দাবি করেন।
রাজস্থানে কংগ্রেস নেতা সচিন পাইলট ওই বিল পাস করানো কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, নভেম্বরের মধ্যে অন্তত ২ কোটি মানুষের স্বাক্ষর সম্বলিত প্রতিবাদ পত্র জমা দেওয়া হবে কেন্দ্রের কাছে। কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা কেসি বেণুগপাল জানান, কংগ্রেস সভানেত্রী কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে ২৬৪(২) ধারায় এই বিষয়ে আইন পাস করাতে বলেছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও জানান, এই নয়া আইনের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যাবেন। ডিএমকে নেতা স্তালিন তামিলনাড়ু সরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য আবেদন করেছেন।
এরাজ্যে তৃণমূল কংগ্রেস ওই বিলের প্রতিবাদে ইতিমধ্যেই রাস্তায় আন্দোলনে নেমেছে। পথে নেমেছে বামেরাও। কৃষি বিলের প্রতিবাদে এনডিএ ছাড়ায় শিরোমনি অকালি দলকে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। অকালি দলের তরফেও কৃষকদের দাবিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের আন্দোলন, ধরনা ও অনশন আন্দোলনের কথা স্মরণ করা হয়েছে।