কলকাতা ব্যুরো: করোনা ও শারীরিক অসুস্থতায় মারা গেলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা ও রাজ্যসভার সাংসদ আহমেদ হোটেল। আজ ভোর সারে তিনটে নাগাদ দিল্লির হাসপাতালে তার মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতলে। তার মৃত্যুতে গান্ধী পরিবারের একজন বিশ্বস্ত সেনাপতি ও কংগ্রেসের একজন প্রথম সারির নেতাকে হারালো দেশ।
আহমেদ পটেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তার টুইটার শোক বার্তায় বলেছেন, আহমেদ পটেলের প্রয়াণে আমি শোকাহত। উনি বছর বছর জনসেবা করেছেন। সমাজের সেবা করেছেন। প্রখর বুদ্ধির জন্য পরিচিত ছিলেন। রাহুল গান্ধী টুইট করে লিখেছেন, আজ দুঃখের দিন। কংগ্রেস পার্টির স্তম্ভ ছিলেন আহমেদ পটেল। দলের সবচেয়ে খারাপ দিনেও তিনি পাশে ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত কংগ্রেসের জন্য বেঁচেছেন। দলের বড় সম্পদ। অধীর চৌধুরী লিখেছেন, আহমেদ পটেলের খবর শুনে আমি স্তম্ভিত। তার আত্মার শান্তি কামনা করছি।

Share.
Leave A Reply

Exit mobile version