কলকাতা ব্যুরো: পাঁচজন শীর্ষ স্থানীয় কংগ্রেস নেতাকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে আছেন গুলাম নবী আজাদ, মল্লিকার্জুন খর্গে, মতিলাল ভোরা ও অম্বিকা সোনির মতো নেতারা। অব্যাহতি পান ৪ জন প্রাক্তন পর্যবেক্ষকও। যার মধ্যে বাংলার দায়িত্বে থাকা গৌরব গগৈ অন্যতম। বাংলার নতুন পর্যবেক্ষক জিতিন প্রসাদ। প্রসঙ্গত এর আগেই রাজ্যসভার কমিটিতে গুরুত্ব কমানো হয়েছিলো গুলাম নবি আজাদের। এবার দলের সাধারণ সম্পাদকের পদও খোয়ালেন তিনি। সম্প্রতি দলীয় সংগঠনের নানা অব্যবস্থা তুলে ধরে সংগঠনকে ঢেলে সাজাতে সনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন যে ২৩ জন শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা, গুলাম নবি আজাদ তাঁদের অন্যতম।

অন্যদিকে কংগ্রেসের সভানেত্রীকে কাজে সহায়তার জন্য গড়া হয়েছে ছয় সদস্যের নতুন কমিটি। যে কমিটিতে রয়েছেন একে এন্টোনি, আহমেদ প্যাটেল, অম্বিকা সোনি, কেসি বেণুগোপাল, মুকুল ওয়াসনিক, রাজদীপ সিং সুরাজওযালা।                 

Share.
Leave A Reply

Exit mobile version