কলকাতা ব্যুরো : একে অতিমারির প্রকোপ তার উপর বিধানসভা ভোট। কোনটা সামলে কোনটা করবে সে নিয়ে জেরবার রাজ্য। আর সে জন্য ২০২১ এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ঠিক সময় হবে কি না তাই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কভিড অতিমারির মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সঠিক সময় হবে কি না সে নিয়ে তার সংশয় রয়েছে। এই ব্যাপারে তিনি বোর্ডের কর্তা দের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

এ দিকে এই বছর টেস্ট পরীক্ষা দিতে হবে না ছাত্র ছাত্রীদের। রাজ্য পরিষ্কার জানিয়ে দিয়েছে টেস্ট পরীক্ষা ছাড়াই সোজা সুজি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা। রাজ্যের এই সিদ্ধান্তে ছাত্র থেকে শিক্ষক অনেকেই অবাক। অনেক শিক্ষক মনে করছেন নেটের মাধ্যমে ছাত্র ছাত্রীদের যাচাই করে বোর্ড ও সংসদের পরীক্ষায় বসানো উচিত ছিল রাজ্যের। কিন্তু এই অতিমাররির মধ্যে ছাত্রদের পরীক্ষা দেওয়া মানে তাদের জীবন বিপন্ন করা। তাই অনেক অভিভাবক রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version