এক নজরে

পরিবার ছেড়ে গাড়িচালককে বিয়ে চন্দনা বাউড়ির, অপপ্রচারের দাবি বিজেপি বিধায়কের

By admin

August 19, 2021

কলকাতা ব্যুরো: স্বামীর সঙ্গে গোলমাল। যা থানা পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু মোটেও গাড়িচালক তথা দলের কর্মীর সঙ্গে বিয়ে করেননি। এমনটাই দাবি করলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। তাঁর দাবি, পুরোটাই অপপ্রচার করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করেছেন গাড়িচালক কৃষ্ণ কুণ্ডুর স্ত্রী রুম্পা। তিনি দাবি করেন, বুধবার রাতে বিয়ে করেছেন চন্দনা এবং কৃষ্ণ। পুলিশের দাবি, বিয়ের বিষয়টি স্বীকার করে নিয়েছেন বিজেপি বিধায়ক। অনেকে দাবি করেন, রাতে মুখ ঢেকে থানা থেকে বেরিয়ে যান। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন চন্দনা। তাঁর পাল্টা দাবি, মিথ্যা কথা রটানো হচ্ছে।

বৃহস্পতিবার ফেসবুক লাইভে চন্দনা দাবি করেন, স্বামী শ্রবণের সঙ্গে পারিবারিক অশান্তি হয়েছিল। যা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। সেই সমস্যা মিটে গিয়েছে। কিন্তু তাঁর নামে ভুয়ো প্রচার করা হচ্ছে। স্বামীকে পাশে বসিয়ে ‘অপপ্রচারের’ জন্য বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। চন্দনার স্বামীরও দাবি, স্ত্রী কাউকে বিয়ে করেননি। মনসা পুজো থাকায় বুধবার তিনি বেশি নেশা করে ফেলেছিলেন। তা নিয়ে স্ত্রী’র ঝামেলা হয়েছিল বলে জানিয়েছেন তিন সন্তানের বাবা শ্রবণ।

এদিকে বৃহস্পতিবার সকালেই ভাইরাল হয় চন্দনা বাউরি ও তাঁর গাড়ি চালক তথা দলের কর্মী কৃষ্ণ কুন্ডুর ছবি। ছবিতে চন্দনাকে সিঁদুর পরে থাকতে দেখা গিয়েছে। খবর ছড়ায়, চন্দনা দ্বিতীয়বার বিয়ে করেছেন। এরই মধ্যে গঙ্গাজলঘাটি থানায় হাজির হন চন্দনা। পুলিশ আধিকারিকদের জানান, বুধবার রাতে তিনি দলের এক কর্মীকে বিয়ে করেছেন।

যদিও চন্দনাদেবী পুরো ঘটনার কথা অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ‘পারিবারিক সমস্যার জন্য রেগে গিয়ে থানায় গিয়েছিলাম। স্বামী-স্ত্রীর সমস্যা সমাধান করে ফিরেছি। বিরোধী দলের নেতারা কুৎসা ছড়াচ্ছেন। এর আগেও আমার নামে উল্টোপাল্টা বলা হয়েছিল। ফেক নিউস ছড়ানো হচ্ছে। দু’জনের একসঙ্গে ছবিটিও মিথ্যে।’ কৃষ্ণ কুন্ডু স্ত্রীর দাবি, তাঁকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে।

তবে বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুললেও চন্দনার দল বিজেপির স্থানীয় নেতা রাজু তেওয়ারি আবার দাবি করেন, গাড়িচালক কৃষ্ণের সঙ্গে সম্পর্ক থাকতে পারে চন্দনার। বিজেপির সাংগঠনিক জেলার যুব সম্পাদক বলেন, ‘খবর পেলাম, ওঁনার ড্রাইভারের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। কৃষ্ণ বলে একজনের সঙ্গে হয়ত অনেকদিনের সম্পর্ক ছিল। তাঁদের মানসিকতা এরকম হয়ত। তাই হয়ত এরকম করেছেন। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। দলের উপর কোনও প্রভাব পড়বে না। এটা ব্যক্তিগত বিষয়। হয়ত মানুষের মনে একটা বিষয় হবে। তবে আমার মনে হয় না, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক আছে।’